Facebook Chat through Your Mobile Phone
dear user now u can chat in facebook through ur mobile. for this reason ur handset must be java supported. At 1st u have to download a facebook chat software from this link http:/ww/w.mediafire.com/?qalg2w2f3j7j321#2 . After that u have to login in ur facebook account from ur pc. Go to "account setting option" then unchecked 2 option Send me an email I Send me a text message. after that
install that software in ur mobile which u downloaded. and start chating from ur mobile.
install that software in ur mobile which u downloaded. and start chating from ur mobile.
Hide your computer’s drive:
Easily you can hide your hard disk drive like as A, B, C etc drive. For this reason at first u have to go start menu> run. And there type gpedit.msc and press enter. A window name “group Policy” will appear. From there u have to select configuration>Administrative Templates>Windows Components>Windows Explorer Commend. From right side options pls double click on Hide these specified drives in ¸ Computer. A window name will appear. Then select your drive press ok..
ইউপিএস থেকে বাড়তি সুবিধা (Extra Benefits From UPS)
সাধারণত বিদ্যুৎ না থাকলে একটি সাধারণ মানের ইউপিএস ১৫-২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ করে (ব্যাকআপ)। কিন্তু আপনি হয়তো এমন কাজ করছেন, যা এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন না। তবে এই সমস্যা থেকে উত্তরণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হাইবারনেট-সুবিধা আপনাকে কাজে দেবে। কম্পিউটারটিকে ঘুম পাড়িয়ে দেবে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো—
ডেস্কটপে মাউসের ডান বাটন ক্লিক করে Properties-এ যেতে হবে। এখানে গিয়ে Screensaver-এ প্রবেশ করে Power অপশনে ক্লিক করুন। এবার ওপরের মেনু থেকে Hibernate-এ ক্লিক করে Enable Hibernate-এ টিক চিহ্ন Ok চাপুন। এবার আবার Power বাটনে ক্লিক করে Advanced Select করতে হবে। এখন When I press the sleep button on my computer Hibernate Select করে Ok করুন। অনেক কিবোর্ডে Sleep button থাকে না, সে ক্ষেত্রে When I press the power button-এ Hibernate select করে দিতে হবে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন sleep button চাপতে হবে, আর যে কিবোর্ডে sleep batton নেই সেখানে Power বাটন চাপতে হবে। দেখবেন আপনার কম্পিউটারটি Hibernate-এ চলে গেছে। আর এতে আপনার কম্পিউটার চালু থাকবে সেই সঙ্গে বিদ্যুৎ খরচও কম হবে। আরও ভালো সাশ্রয় চাইলে মনিটরটিকে বন্ধ করে দিতে হবে। বিদ্যুৎ চলে এলে এবার কম্পিউটারটি চালু করুন।
ফেসবুকের নিরাপত্তা বাড়াবেন যেভাবে!
আজকাল প্রায়ই ই-মেইল ঠিকানা, ফেসবুক পরিচিতি (আইডি) হ্যাকড (বেদখল) হওয়ার কথা শোনা যায়। আপনি হয়তো অনেক দিন ধরে ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকে আপনার অনেক ছবি, তথ্য ও বন্ধুরা আছে। কিন্তু আপনার ফেসবুক আইডি যদি হ্যাকড হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে। যাঁরা হ্যাকিংয়ের কবলে পড়েছেন, তাঁদের ভালোই জানা আছে, তখন কী সমস্যায় পড়তে হয়। তবে কিছু পন্থা অবলম্বন করে আপনি খুব সহজেই ফেসবুকে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে পারেন। এতে হ্যাকিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং হ্যাকড হলেও আপনি আপনার ফেসবুক আইডি পুনরুদ্ধার করতে পারবেন।
ফেসবুকের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রথমে www.facebook.com/update_security_info.php?wizard= 1&src=netego ঠিকানায় যান। সেখানে গেলেই বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডির বর্তমান নিরাপত্তা সবল না দুর্বল। সেখানে দেখবেন তিনটি ধাপ আছে। স্টেপ-১: এখানে একাধিক ই-মেইল ঠিকানা যোগ করুন। স্টেপ-২: এখানে আপনার মোবাইল ফোন যোগ করুন (এখন বাংলালিঙ্কের নম্বর দেওয়ার সুযোগ আছে) । স্টেপ-৩: এখানে নিরাপত্তা প্রশ্ন যোগ করুন। এখন ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করে ইউজারনেমও দিতে পারেন এবং নিচে Account Security-এর ডান পাশের change-এ ক্লিক করে চেকবক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে Save-এ ক্লিক করুন। এখন ফেসবুক থেকে বেরিয়ে (লগ-আউট) আবার ফেসবুকে ঢুকুন (লগ-ইন)। দেখবেন Name New Computer নামে একটি পেজ এসেছে। সেখানে Computer name বক্সে কোন নাম লিখে Continue-এ ক্লিক করুন। এখন থেকে প্রতিবারই আপনার ফেসবুক আইডিতে লগ-ইন করার সময় আপনার ই-মেইল ঠিকানায় এবং মোবাইল নম্বরে একটি বার্তা যাবে এবং তাতে লেখা থাকবে কখন, কী নাম দিয়ে, কোন আইপি ঠিকানা থেকে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করা হয়েছে। আপনি যদি এই নাম দিয়ে এই সময় প্রবেশ না করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
মনে রাখবেন, হ্যাকাররা প্রথমে ই-মেইল আইডি হ্যাক করার চেষ্টা করে। ই-মেইল আইডি হ্যাক করতে পারলে খুব সহজে ফেসবুক আইডিও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। ওপরের পন্থাগুলো অবলম্বন করলে আপনার ফেসবুক আইডি হ্যাকড হলেও পুনরুদ্ধার করতে পারবেন। এমনকি আপনার সব ই-মেইল আইডি হ্যাকড হলেও বা আপনার ফেসবুকের ই-মেইল আইডি বদলালেও মোবাইল ফোন নম্বর নিয়ে তা পুনরুদ্ধার করতে পারবেন।
ফেসবুকের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রথমে www.facebook.com/update_security_info.php?wizard= 1&src=netego ঠিকানায় যান। সেখানে গেলেই বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডির বর্তমান নিরাপত্তা সবল না দুর্বল। সেখানে দেখবেন তিনটি ধাপ আছে। স্টেপ-১: এখানে একাধিক ই-মেইল ঠিকানা যোগ করুন। স্টেপ-২: এখানে আপনার মোবাইল ফোন যোগ করুন (এখন বাংলালিঙ্কের নম্বর দেওয়ার সুযোগ আছে) । স্টেপ-৩: এখানে নিরাপত্তা প্রশ্ন যোগ করুন। এখন ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করে ইউজারনেমও দিতে পারেন এবং নিচে Account Security-এর ডান পাশের change-এ ক্লিক করে চেকবক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে Save-এ ক্লিক করুন। এখন ফেসবুক থেকে বেরিয়ে (লগ-আউট) আবার ফেসবুকে ঢুকুন (লগ-ইন)। দেখবেন Name New Computer নামে একটি পেজ এসেছে। সেখানে Computer name বক্সে কোন নাম লিখে Continue-এ ক্লিক করুন। এখন থেকে প্রতিবারই আপনার ফেসবুক আইডিতে লগ-ইন করার সময় আপনার ই-মেইল ঠিকানায় এবং মোবাইল নম্বরে একটি বার্তা যাবে এবং তাতে লেখা থাকবে কখন, কী নাম দিয়ে, কোন আইপি ঠিকানা থেকে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করা হয়েছে। আপনি যদি এই নাম দিয়ে এই সময় প্রবেশ না করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
মনে রাখবেন, হ্যাকাররা প্রথমে ই-মেইল আইডি হ্যাক করার চেষ্টা করে। ই-মেইল আইডি হ্যাক করতে পারলে খুব সহজে ফেসবুক আইডিও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। ওপরের পন্থাগুলো অবলম্বন করলে আপনার ফেসবুক আইডি হ্যাকড হলেও পুনরুদ্ধার করতে পারবেন। এমনকি আপনার সব ই-মেইল আইডি হ্যাকড হলেও বা আপনার ফেসবুকের ই-মেইল আইডি বদলালেও মোবাইল ফোন নম্বর নিয়ে তা পুনরুদ্ধার করতে পারবেন।
Ark computer system, Barisal.
Ark computer system is a well known computer shop in barisal division. Here you will get all kinds of computer software and hardware item at stable price. And best customer service is always available for yours.
address:
256-257 city market 1st floor (Opposite to Sobahan complex), sadar road, Barisal-8200
TEL: 0431-2176677
MOB: 01711347138
01611347138
E-mail: atique.ark@gmail.com
address:
256-257 city market 1st floor (Opposite to Sobahan complex), sadar road, Barisal-8200
TEL: 0431-2176677
MOB: 01711347138
01611347138
E-mail: atique.ark@gmail.com
ফেসবুকে সরাসরি ফাইল শেয়ার (File share through Facebook)
ফাইল ভাগাভাগি বা শেয়ার করার জন্য অনেকে সাধারণত বিভিন্ন হোস্টিং সাইটে ফাইল রাখি (আপলোড)। সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক থেকেও ইচ্ছে করলে আপনি যেকোনো ফাইল সরাসরি আপলোড করে শেয়ার করতে পারেন।
এ জন্য প্রথমে ফেসবুকে ঢুকুন। এরপর http://apps.facebook.com/sendfiles ঠিকানা থেকে ‘সেন্ড ফাইল’ নামের প্রোগ্রামটি আপনার প্রোফাইলে যোগ করে নিন। এরপর এই প্রোগ্রামের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি আপলোড করুন (সর্বোচ্চ ১০০ মেগাবাইটের ফাইল রাখা যাবে)। যেসব বন্ধুর সঙ্গে ফাইলটি শেয়ার করবেন, Friend picker অপশন থেকে তাঁদের নাম নির্বাচন করুন। এরপর Send file অপশনে ক্লিক করলেই ফাইলটি ফেসবুকে সরাসরি আপলোড হয়ে যাবে, যার ফলে ফাইলটি ফেসবুক থেকেই সরাসরি নামানো যাবে (ডাউনলোড)।
Download video free from YouTube, Facebook, MTV, Vevo, TubePlus, Metacafe, Dailymotion, Vimeo, Megavideo, ComedyCentral, Break, 40+ sites
ইউটিউব, ফেসবুক অথবা অন্য ওয়েবসাইটে ভিডিও সহজে দেখা গেলেও ভিডিও নামানোর সহজ কোনো উপায় থাকে না। ভিডিও ডাউনলোডার সফটওয়ার ব্যবহার করে তখন ভিডিওটি নামাতে হয়। এমনি একটি সফটওয়ার ফ্রিমেক ভিডিও ডাউনলোডার। ইউটিউব, ফেসবুক, মেটাক্যাফেসহ অর্ধশতাধিক জনপ্রিয় ওয়েবসাইট থেকে এর মাধ্যমে ভিডিও নামানো যায়। এতে ভিডিওকে AVI, MKV, MP3 ইত্যাদি ফরম্যাটে রূপান্তর করার সুবিধাও রয়েছে। সফটওয়ারটি http://www.freemake.com/free^video^downloader ঠিকানা থেকে নামানো যাবে।
কম্পিউটার আচমকা রিস্টার্ট?
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়। এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন—
যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলে সিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্ট হয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
র্যামের সমস্যার কারণে এটি হতে পারে।
ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতে কম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।
যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলে সিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্ট হয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
র্যামের সমস্যার কারণে এটি হতে পারে।
ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতে কম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।
ওয়েবসাইটের মোবাইল সংস্করণ
অনেকেরই নিজস্ব ওয়েবসাইট বা ব্লগসাইট আছে। কিন্তু অনেক সময় নিজস্ব ওয়েবসাইটের মোবাইল সংস্করণ (ওয়াপ সংস্করণ) না থাকায় মোবাইল ফোন থেকে কিছু কিছু সাইট দেখতে সমস্যা হয়। আপনি চাইলে নিজের ওয়েবসাইটের মোবাইল সংস্করণের ঠিকানা তৈরি করে নিতে পারেন।
এ জন্য http://www.google.com/gwt/n?u= http%3A%2F%2F(YOUR URL)&hl= en&mrestrict=xhtml ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এখানে YOUR URL অংশে আপনার সাইটের ঠিকানা লিখুন। যেমন: আপনার সাইটের ঠিকানা যদি হয় www.abcd.co.cc তবে মোবাইলের সংস্করণের ঠিকানাটি হবে http://www.google.com/ gwt/n?u=http%3A%2F%2Fabcd.co.cc&hl=en&mrestrict=xhtml এ রকম।
এ প্রক্রিয়ায় আপনার সাইটের মোবাইল সংস্করণের ঠিকানা বের করতে পারবেন। মোবাইল ফোন থেকে এ ঠিকানায় সাইটটি ভালোভাবেই দেখা যাবে। এখন এ ঠিকানাটি যেহেতু অনেক বড়, তাই এটি মনে রাখা সবার জন্য কষ্টসাধ্য হবে।
আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে, তাহলে এ ঠিকানাটি ফরোয়ার্ড করে নিতে পারেন।
ঠিকানাটি সংক্ষিপ্ত করার জন্য www.dot.tk সাইটে যান। এখানে Enter your url লেখা বক্সে মোবাইল সংস্করণের ঠিকানাটি লিখে Next চাপুন। এর পরের পৃষ্ঠায় আপনি যে নামে উক্ত ঠিকানা সংক্ষিপ্ত করবেন, তা লিখতে হবে। যেমন: আপনি যদি abcd সাইটের নাম রাখতে চান তাহলে লিখতে হবে abcd.tk।
এরপর আপনি যদি ই-মেইল ঠিকানা ছাড়া সরাসরি এ ঠিকানাটি নিবন্ধন করতে চান তাহলে confirm-এ ক্লিক করুন। ই-মেইল থেকে নিবন্ধন করতে চাইলে next চেপে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে যান। মনে রাখবেন, মূল সাইটের বৈশিষ্ট্যের সঙ্গে মোবাইল সংস্করণে কিছুটা ভিন্ন দেখা যাবে। উদাহরণস্বরূপ, www.abcd.co.cc ঠিকানার সাইটে যান এবং এ সাইটের মোবাইল সংস্করণ www.abcd.tk ঠিকানায় দেখুন।
এ জন্য http://www.google.com/gwt/n?u= http%3A%2F%2F(YOUR URL)&hl= en&mrestrict=xhtml ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এখানে YOUR URL অংশে আপনার সাইটের ঠিকানা লিখুন। যেমন: আপনার সাইটের ঠিকানা যদি হয় www.abcd.co.cc তবে মোবাইলের সংস্করণের ঠিকানাটি হবে http://www.google.com/ gwt/n?u=http%3A%2F%2Fabcd.co.cc&hl=en&mrestrict=xhtml এ রকম।
এ প্রক্রিয়ায় আপনার সাইটের মোবাইল সংস্করণের ঠিকানা বের করতে পারবেন। মোবাইল ফোন থেকে এ ঠিকানায় সাইটটি ভালোভাবেই দেখা যাবে। এখন এ ঠিকানাটি যেহেতু অনেক বড়, তাই এটি মনে রাখা সবার জন্য কষ্টসাধ্য হবে।
আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে, তাহলে এ ঠিকানাটি ফরোয়ার্ড করে নিতে পারেন।
ঠিকানাটি সংক্ষিপ্ত করার জন্য www.dot.tk সাইটে যান। এখানে Enter your url লেখা বক্সে মোবাইল সংস্করণের ঠিকানাটি লিখে Next চাপুন। এর পরের পৃষ্ঠায় আপনি যে নামে উক্ত ঠিকানা সংক্ষিপ্ত করবেন, তা লিখতে হবে। যেমন: আপনি যদি abcd সাইটের নাম রাখতে চান তাহলে লিখতে হবে abcd.tk।
এরপর আপনি যদি ই-মেইল ঠিকানা ছাড়া সরাসরি এ ঠিকানাটি নিবন্ধন করতে চান তাহলে confirm-এ ক্লিক করুন। ই-মেইল থেকে নিবন্ধন করতে চাইলে next চেপে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে যান। মনে রাখবেন, মূল সাইটের বৈশিষ্ট্যের সঙ্গে মোবাইল সংস্করণে কিছুটা ভিন্ন দেখা যাবে। উদাহরণস্বরূপ, www.abcd.co.cc ঠিকানার সাইটে যান এবং এ সাইটের মোবাইল সংস্করণ www.abcd.tk ঠিকানায় দেখুন।
ই-মেইল ঠিকানা চুরি হয়েছে?
আজকাল ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড চুরি বা হ্যাকড হওয়ার কথা প্রায়ই শোনা যায়। যাঁরা হ্যাকিংয়ের শিকার হয়েছেন তাঁদের ভালোই জানা আছে তখন কী দুর্ভোগ পোহাতে হয়। তবে স্বস্তির কথা হলো ই-মেইল ঠিকানা চুরি হয়ে গেলে সেটা উদ্ধার করা যায়।
ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না, তখন লগইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ ক্লিক করুন। এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানাটি লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ঠিকানায় একটি ই-মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল অ্যাকাউন্টে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার alternate ই-মেইল আইডিও যদি হ্যাকিং হয়ে যায়, তাহলে My alternate email-এর নিচের অপশনটি I can’t access any of the above নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন।
জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার যখন লগ-ইন করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit করুন। এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন। নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পাবেন।প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন বা সরাসরি https://www.google.com/ support/ accounts/bin/request.py?hl= en&contact_type= acc_reco&ara=2&ctx=acc_reco&source=no_ts&rd=1 ঠিকানায় যান। এখানে একটি ফরম পাবেন, সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন। ফরম পূরণ করার সময় সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে। সেটির লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পেতে পারবেন।
ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না, তখন লগইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ ক্লিক করুন। এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানাটি লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ঠিকানায় একটি ই-মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল অ্যাকাউন্টে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার alternate ই-মেইল আইডিও যদি হ্যাকিং হয়ে যায়, তাহলে My alternate email-এর নিচের অপশনটি I can’t access any of the above নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন।
জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার যখন লগ-ইন করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit করুন। এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন। নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পাবেন।প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন বা সরাসরি https://www.google.com/ support/ accounts/bin/request.py?hl= en&contact_type= acc_reco&ara=2&ctx=acc_reco&source=no_ts&rd=1 ঠিকানায় যান। এখানে একটি ফরম পাবেন, সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন। ফরম পূরণ করার সময় সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে। সেটির লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পেতে পারবেন।
মোবাইল ফোনে তথ্য রাখুন কম্পিউটারে
আজকাল অনেকেই পরিচিত সবার নাম, মোবাইল ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেন।যেকোনো সময় মোবাইল ফোনটি চুরি-ছিনতাই হতে পারে, হারিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তখন
গুরুত্বপূর্ণ নম্বর, তথ্যও হারিয়ে যাবে। আবার অনেক সময় বিভিন্ন কারণে মোবাইল ফোনের মেমোরি ফ্ল্যাশ করতে হয়। তখনো সব তথ্যই মুছে যায়। এর একটি সমাধান—মোবাইল ফোনের সব তথ্য কম্পিউটারে রেখে দেওয়া (ব্যাক-আপ)।
কম্পিউটারে মোবাইল ফোনের তথ্য রাখার জন্য নকিয়া ফোনসেটের জন্য নকিয়া পিসি স্য্যুইট ইনস্টলকরতে হবে।এটি পাওয়া যাবে http://www.nokia-asia.com/support/ download-software/nokia-pc-suites/compatibility-and-download#download ঠিকানার ওয়েবসাইটে।তারপর ফোনটি ডেটা ক্যাবলের সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। এখন Nokia PC Suite খুলে Backup আইকনে ক্লিক করুন (File\Backup)। আবার Backup-এ ক্লিক করলে আপনি কী কী ব্যাকআপ রাখতে চান, সেগুলোর একটি তালিকা আসবে। সেখান থেকে পছন্দমতো কয়েকটি বা সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Next-এ ক্লিক করুন। ব্যাকআপ ফাইলটি কোথায় সেভ হবে, তার একটি লিংক আসবে। এখন আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন কম্পিউটারে আপনার মোবাইল ফোনের ব্যাকআপ তৈরি হয়ে গেছে।
মোবাইল ফোনের ব্যাকআপ কম্পিউটার থেকে আবার মোবাইলে আনার জন্য (রিস্টোর) একইভাবে পিসি স্যুইট খুলেBackup-এ ক্লিক করুন। তারপর Restore-এ ক্লিক করে পরপর দুবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন মোবাইল ফোনে সব তথ্য জমা হয়ে গেছে।
গুরুত্বপূর্ণ নম্বর, তথ্যও হারিয়ে যাবে। আবার অনেক সময় বিভিন্ন কারণে মোবাইল ফোনের মেমোরি ফ্ল্যাশ করতে হয়। তখনো সব তথ্যই মুছে যায়। এর একটি সমাধান—মোবাইল ফোনের সব তথ্য কম্পিউটারে রেখে দেওয়া (ব্যাক-আপ)।
কম্পিউটারে মোবাইল ফোনের তথ্য রাখার জন্য নকিয়া ফোনসেটের জন্য নকিয়া পিসি স্য্যুইট ইনস্টলকরতে হবে।এটি পাওয়া যাবে http://www.nokia-asia.com/support/ download-software/nokia-pc-suites/compatibility-and-download#download ঠিকানার ওয়েবসাইটে।তারপর ফোনটি ডেটা ক্যাবলের সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। এখন Nokia PC Suite খুলে Backup আইকনে ক্লিক করুন (File\Backup)। আবার Backup-এ ক্লিক করলে আপনি কী কী ব্যাকআপ রাখতে চান, সেগুলোর একটি তালিকা আসবে। সেখান থেকে পছন্দমতো কয়েকটি বা সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Next-এ ক্লিক করুন। ব্যাকআপ ফাইলটি কোথায় সেভ হবে, তার একটি লিংক আসবে। এখন আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন কম্পিউটারে আপনার মোবাইল ফোনের ব্যাকআপ তৈরি হয়ে গেছে।
মোবাইল ফোনের ব্যাকআপ কম্পিউটার থেকে আবার মোবাইলে আনার জন্য (রিস্টোর) একইভাবে পিসি স্যুইট খুলেBackup-এ ক্লিক করুন। তারপর Restore-এ ক্লিক করে পরপর দুবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন মোবাইল ফোনে সব তথ্য জমা হয়ে গেছে।
ছবি থেকে লেখা উদ্ধার
*.pdf, *.jpg, jpeg, *.gif, *.bmp ইত্যাদি ছবির ফাইলথেকে খুব সহজেই পরিবর্তনযোগ্য (এডিটেবল) লেখা (টেক্সট) উদ্ধার করার সফটওয়্যার পাওয়া যায় ইন্টারনেটে।বিনা মূল্যের এমন একটি সফটওয়্যার হলো ওসিআর কনভার্ট।লেখা স্ক্যান করে বানানো ছবি থেকেও লেখা টেক্সট ফাইলের উপযোগী করে উদ্ধার করতে পারবেন এটি দিয়ে।
প্রথমে www.ocrconvert.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Input থেকে Browse-এ ক্লিক করে ছবির যে ফাইল থেকে লেখা উদ্ধার করতে চান, সেটি নির্বাচন করুন। তারপর Lang নির্বাচন করে Output থেকে Process-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন আপনার ফাইলটি টেক্সট ফাইলে রূপান্তরিত হয়েছে। এখন ফাইলটিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ইমেজের লেখাগুলো দেখাচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে লেখাগুলো কপি করে অন্য কোনো ফাইলেও সেভ করে রাখতে পারেন
প্রথমে www.ocrconvert.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Input থেকে Browse-এ ক্লিক করে ছবির যে ফাইল থেকে লেখা উদ্ধার করতে চান, সেটি নির্বাচন করুন। তারপর Lang নির্বাচন করে Output থেকে Process-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন আপনার ফাইলটি টেক্সট ফাইলে রূপান্তরিত হয়েছে। এখন ফাইলটিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ইমেজের লেখাগুলো দেখাচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে লেখাগুলো কপি করে অন্য কোনো ফাইলেও সেভ করে রাখতে পারেন
ফেসবুকে দ্রুত ছবি দেখুন
ফেসবুকে দ্রুত ছবি দেখতে চাইলে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের ফেসবুক ফটো জুম নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/enUS/firefox/addon/125440/ ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিন। প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার ফেসবুকে ঢুকে যে ছবিটি দেখতে চান, ওই ছবিটির ওপরে শুধু মাউসের কারসরটি রাখুন। দেখবেন সঙ্গে সঙ্গে আরেকটি ফ্লাইং উইন্ডোতে ছবিটি প্রদর্শিত হচ্ছে।
সংরক্ষণ করুন উইন্ডোজের দরকারি ড্রাইভার
- কম্পিউটারে উইন্ডোজ নতুন করে ইনস্টল করলে অনেক কিছুই আবার নতুন করে কম্পিউটারে ইনস্টল করতে হয়। বিশেষ করে সাউন্ডকার্ড, গ্রাফিক্স কার্ড, প্রিন্টার, মডেম ইত্যাদি যন্ত্রাংশেল চালক সফটওয়্যারগুলো (ড্রাইভার) ইনস্টলকরে নিতে হয়। ‘ডবল ড্রাইভার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এই ঝামেলা এড়ানো যায়। ২.০৬ মেগাবাইটের এ সফটওয়্যারটি www.pchelplinebd.co.cc/ 2010/08/backup-software-double-driver.html ঠিকানার ওয়েবসাইটে পাওয়া যাবে। সফটওয়্যারটি নামিয়ে কম্পিউটার ইনস্টল করতে হবে।এরপর এটি চালু করে Backup/Scan current system-এ ক্লিক করলে কম্পিউটারের সব ড্রাইভারের তালিকা দেখা যাবে এবং কম্পিউটারে থাকা যন্ত্রাংশের বিভিন্ন ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে যাবে। এখান থেকে Backup now-এ ক্লিক করে Destination-এ দেখিয়ে দিন ড্রাইভারগুলো কোথায় সংরক্ষণ করা হবে এবং ok করুন। তা হলেই ড্রাইভারগুলোর কপি সংরক্ষিত হবে। একই উপায়ে আপনি অন্যান্য ড্রাইভারও সংরক্ষণ করতে পারবেন।